নিজস্ব প্রতিবেদক
আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন প্রক্রিয়া শেষ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারির পর আর কোনো ভাবেই মাইগ্রেশনের সুযোগ দেওয়া হবে না।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা সূত্রে জানা যায়, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ করতে এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরুর জন্য ২৮ ফেব্রুয়ারির পর মাইগ্রেশন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বিষয়ে সম্মতি দিয়েছেন।
এ বিষয়ে সভায় উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বলেন, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এখনো প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী মাইগ্রেশন হচ্ছে। আর এভাবে যদি চলতে থাকে তাহলে মাইগ্রেশন চলতেই থাকবে। আসনও ফাঁকা থেকেই যাবে। তাই ২৮ ফেব্রুয়ারির পর মাইগ্রেশন বন্ধসহ ভর্তি কার্যক্রম শেষ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Discussion about this post