নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শ্রুতি লেখক শিক্ষার্থীদের জন্য প্রতি ঘন্টায় অতিরিক্ত ১০ মিনিট সময় বৃদ্ধি করে সিন্ডিকেটে আইন পাস করা হয়েছে। গত ২৫ জানুয়ারি (বুধবার) বিকেলে ৫১৯তম সিন্ডিকেট সভায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষার সময় বৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, যে সব শিক্ষার্থীর শ্রুতি লেখক প্রয়োজন না হলেও হাতে লিখতে সমস্যা রয়েছে, আর যারা পা দিয়ে লিখে ও যে হাত দিয়ে লিখে সেটি দুর্বল ও নাজুক- তারাও একই হারে সময় পাবে। তবে শর্ত রয়েছে, উল্লিখিত শিক্ষার্থীদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসারের সুপারিশ ও প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
এ প্রস্তাবটি সিন্ডিকেটে পাস হওয়ায় সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে থাকা প্রতিবন্ধী সংগঠন ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)।
Discussion about this post