নিজস্ব প্রতিবেদক
আগামী মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে বৃত্তি পরীক্ষার ফল পাওয়া যাবে। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকেও বৃত্তির ফল জানা যাবে।
এই বছর প্রাথমিকে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে উপজেলাভিত্তিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে মোট বৃত্তির ৫০% ছাত্র এবং ৫০% ছাত্রীদের মধ্যে জেন্ডারভিত্তিক মেধা অনুসারে প্রদান করা হবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবেন।
গত ৩০ ডিসেম্বর সারা দেশের বিভিন্ন কেন্দ্রে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছে প্রায় ৬ লাখ শিক্ষার্থী।
Discussion about this post