নিজস্ব প্রতিবেদক
অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয় পরিবর্তন বা টিসি ও বোর্ড পরিবর্তনের আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের টিসির এই আবেদন গ্রহণ করা হবে।
দশম শ্রেণির নিয়মিত ও অনিয়মিত যেসব শিক্ষার্থী পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেননি তারাও স্কুল পরিবর্তনে ছাড়পত্র বা টিসি গ্রহণে অনলাইনে আবেদন করতে পারবে। দশম শ্রেণির বোর্ড পরিবর্তনের আবেদন হবে ম্যানুয়ালি। অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা বোর্ড পরিবর্তনের ছাড়পত্র পেতে ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতে-
Discussion about this post