নিজস্ব প্রতিবেদক
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ১০ মার্চ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এ জন্য সব প্রস্তুতিও সম্পন্ন করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এখন চলছে প্রবেশপত্র প্রস্তুত করার কাজ। অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী ৭ মার্চ প্রবেশপত্র ছাড়া হবে।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সরকারী ও বেসরকারি মেডিকেল কলেজ) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন আজ শনিবার (৪ মার্চ) বলেন, প্রবেশপত্রের বিষয়ে টেলিটক কাজ করছে। আগামী ৭ মার্চ থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা। যত দ্রুত সম্ভব, এদিন প্রবেশপত্র দেওয়া হবে। নতুন কোনও নির্দেশনা থাকলে তাও জানিয়ে দেওয়া হবে।
চলতি বছরের মেডিকেল ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ২৩ ফেব্রুয়ারি। এবার প্রায় এক লাখ ৩৯ হাজার আবেদন পড়েছে। সে হিসেবে এবার সরকারি মেডিকেলে আসনপ্রতি লড়বেন ৩২ জনের বেশি শিক্ষার্থী।
Discussion about this post