নিজস্ব প্রতিবেদক
জেডিসি পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে ২০২০ খ্রিষ্টাব্দের দাখিল ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময় পুনঃনির্ধারণ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আজ শুক্রবার (১ মে) থেকে ফের শুরু হয়েছে বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও টাকা জমা দেয়া।
আর বিলম্ব ফি দিয়ে ৩০ মে পর্যন্ত দাখিল ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও ফি জমা দেয়া যাবে। আগামী ১০ জুন অনলাইনে ফরম পূরণ ও সাবমিশনের সর্বশেষ তারিখ নির্ধারণ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। আর ২১ জুন পর্যন্ত কাগজপত্র জমা দেয়া যাবে। আর বিলম্ব ফি ছাড়া রেজিস্ট্রেশনের ফি জমা দেয়া যাবে না।
বৃহস্পতিবার (৩০এপ্রিল) জেডিসি পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় পুঃনির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড।
সম্মানিত পাঠকদের জন্য বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো।
এরআগে ১ম দফায় গত ৯ ফেব্রুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশনের ফরম পূরণের সুযোগ দেয়া হলেও গত ১৯ মার্চ থেকে তা স্থগিত করা হয়। করোনা সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে জানিয়েছিল মাদরাসা শিক্ষা বোর্ড।
Discussion about this post