শিক্ষার আলো ডেস্ক
এবারও গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুরোধেে এই সিদ্ধান্ত বলে জনা গেছে।
আজ সোমবার দুপুরে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে ইউজিসির এক রুদ্ধদ্বার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইউজিসি চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষে ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতি। এ অবস্থায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ।
Discussion about this post