শিক্ষার আলো ডেস্ক
স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সনদ পেয়েছে বেসরকারি দুইটি বিশ্ববিদ্যালয়।
এ দুটি বিশ্ববিদ্যালয় হলো- ইস্টার্ন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, চট্টগ্রাম (ইউএসটিসি)।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে চিঠি পাঠিয়ে দুটি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মোঃ ফরহাদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মতামত অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ১০ মোতাবেক ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, চট্টগ্রাম-এর অনুকূলে এবং ইস্টার্ন ইউনিভার্সিটি (রোড-০৬, ব্লক-বি, আশুলিয়া মডেল টাউন, খাগান, সাভার, ঢাকা)- এর অনুকূলে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সনদপত্র প্রদান করা হলো।
Discussion about this post