শিক্ষার আলো ডেস্ক
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। আজ বুধবার (৫ এপ্রিল) মোহাম্মদপুর ক্যাম্পাসে গিয়ে যোগাদান করেন তিনি। দ্বিতীয় উপাচার্য হিসেবে আগামী ৫ বছর দায়িত্ব পালন করবেন ড. মুহাম্মদ আব্দুর রশীদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি উপ-রেজিস্ট্রার ড. মো. আবু হানিফ।
গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ এর ১১(১) ধারা অনুসারে অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো-
১) ভিসি হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে;
২) ভিসি পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন;
৩) তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন
৪) রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়।
অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদদীন হলের প্রভোস্টর দায়িত্বও পালন করেছেন। গত ৩ জানুয়ারি টানা দুই মেয়াদ মোট আট বছর দায়িত্ব শেষ করেন প্রতিষ্ঠাকালীন উপাচার্য মুহাম্মদ আহসান উল্লাহ।
Discussion about this post