শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের দ্বিতীয় সিলেকশন ফলাফল প্রকাশিত হয়েছে আজ। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে এ ফল দেখতে পাবেন।
প্রথম ভর্তিচ্ছু নিজেদের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার রোল নম্বর দিয়ে লগইন করে এই ফলাফল দেখতে পারবেন।
জিপিএর ভিত্তিতে ২য় সিলেকশনের ফলাফলে যারা নির্বাচিত হয়েছেন, ‘এ’ ইউনিটে যাদের বিজ্ঞানে ৫.০০, মানবিকে ৪.৫০ এবং বাণিজ্যে ৪.৭৫ রয়েছে তারা নির্বাচিত হয়েছেন। ‘বি’ ইউনিটে প্রথম সিলেকশন রেজাল্টে বিজ্ঞান ও বাণিজ্যের সবাই নির্বাচিত হয়েছেন।
আর মানবিকে যাদের ৪.৯২ রয়েছে, শুধুমাত্র তারা নির্বাচিত হয়েছেন। ‘সি’ ইউনিটে যাদের বিজ্ঞানে ৫.০০, মানবিকে ৫.০০ এবং বাণিজ্যে ৫.০০ রয়েছে, শুধুমাত্র তারা নির্বাচিত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হয়েছে আজ সোমবার। এদিন বেলা ১২টা থেকে আবেদনগ্রহণ শুরু হয়েছে। আবেদন চলবে ১৯ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।
দ্বিতীয় সিলেকশনেও আবেদন পূর্ণ না হলে তৃতীয় দফায় ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এবং চতুর্থ দফায় ১ মে থেকে ০২ পর্যন্ত পর্যন্ত আবেদন করা যাবে।
Discussion about this post