শিক্ষার আলো ডেস্ক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা’ অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন দুই হাজার ১২৭ জন শিক্ষার্থী। এই অনুষদে চারটি বিভাগের অধীনে মোট ৩২০টি আসন রয়েছে।
পরীক্ষায় প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী প্রায় ৭ জন।
আজ মঙ্গলবার (২৩ মে) ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা মোট চারটি বিভাগে স্নাতক সম্পন্ন করতে পারবেন। যথা, ‘ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা’ অনুষদের অধীনে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। এ ছাড়া কলা অনুষদের অধীনে আরবি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করতে পারবেন।
এই পরীক্ষায় মোট ৮০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.iu.ac.bd/admission) পাওয়া যাবে।
উল্লেখ্য, ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৫ জুন বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
Discussion about this post