শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ ফল প্রকাশিত হয়। পরে ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রন্ত ওয়েবসাইটেও ফল দেখতে পারবেন।
এর আগে, সোমবার (২২ মে) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার চবির চার ইউনিট ও দুই উপইউনিটের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে চূড়ান্তভাবে আবেদন করেছিলেন ২ লাখ ৫৬ জন ভর্তিচ্ছু। আর ইউনিট হিসেবে ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে চূড়ান্তভাবে আবেদন করেছেন ৪৯ হাজার ১৭৮ জন ভর্তিচ্ছু।
এর আগে গত ১৬ মে থেকে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা শুরু হয়। ১৬ মে ও ১৭ মে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল-বিকেল চার শিফটে অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে এবার চূড়ান্তভাবে আবেদন করেছেন ৭৪ হাজার ৬৫৯ জন ভর্তিচ্ছু।
Discussion about this post