শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ সোমবার (২৯ মে) রাতে প্রকাশ করা হবে বলে জানা গেছে। ফল প্রকাশ করার জন্য রাত ৮টায় একটি সভা অনুষ্ঠিত হবে। সভা শেষ হওয়ার পরেই এই ইউনিটের ফলাফল প্রকাশিত হবে।
এ বিষয়ে গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার জানান, ‘সি’ ইউনিটের ফলাফল প্রায় প্রস্তুত রয়েছে। রাত ৮টায় অনুষ্ঠিত সভায় এই ইউনিটের ফলাফল নিয়ে আলোচনা হবে। সভা শেষে ফলাফলও প্রকাশিত হবে।
এর আগে গত শনিবার (২৭ মে) দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ১৯টি কেন্দ্রে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
এবার গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন ৩৯ হাজার ৮৬৪ জন। এই ইউনিটে আসন রয়েছে ৩ ৩৩২টি। সে হিসেবে আসন প্রতি লড়বেন ১২ জন ভর্তিচ্ছু।
মোট তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দুই ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে, আগামী ৩ জুন (শনিবার) ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ পরীক্ষা।
Discussion about this post