শিক্ষার আলো ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গতবছর সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা হলেও এবছর পূর্ণাঙ্গ সিলেবাসে হবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। আগামী ১৮ জুন থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ২২ জুন পর্যন্ত।
মঙ্গলবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সভায় সিলেবাসের বিষয়টিও সিদ্ধান্ত হয়।
তিনি বলেন, এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী সাধারণত ভর্তি পরীক্ষার সিলেবাস নির্ধারণ করা হয়। এবার এইচএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে হওয়ায় ভর্তি পরীক্ষাও পূর্ণাঙ্গ সিলেবাসে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার (৩১মে) অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হলে ২ জুন আমরা আবার সভায় বসবো। তখন ইউনিটভিত্তিক আবেদনকারীর সংখ্যার উপর ভিত্তি করে চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।
Discussion about this post