শিক্ষার আলো ডেস্ক
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া আগামী ১০ জুলাই শেষ হবে। এরপর মেডিকেলের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ১০ জুলাই এমবিবিএস ভর্তি কার্যক্রম শেষ হবে। এরপর বেসরকারি মেডিকেলগুলোর প্রস্তুতির বিষয়ও আছে। সবমিলিয়ে আশা করছি, ১৫ জুলাইয়ের মধ্যে ক্লাস শুরু হবে।
এদিকে আজ বেসরকারি মেডিকেলের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ভৰ্তি নীতিমালা-২০২৩ অনুযায়ী, অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করতে হবে। অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের টেলিটকের মাধ্যমে অনলাইনে (http://dgme.teletalk.com.bd) আবেদন করতে হবে।
বেসরকারি মেডিকেলে ভর্তি শুরু হবে আগামী ৩ জুলাই। ৯ জুলাইয়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হবে। যদিও আগামী ১০ জুলাই থেকে ক্লাস শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে আরও পরে ক্লাস শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
Discussion about this post