শিক্ষার আলো ডেস্ক
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫২৬ জন।
আজ বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এবার ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম স্থান অধিকার করেছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মেহরাজ হোসেন। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের পরীক্ষায় তিনি পেয়েছেন ১০৫.৩৫ নম্বর।
ব্যবসায় শাখা ইউনিটে মোট আসন সংখ্যা ১০৫০টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে।
Discussion about this post