শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ১৮ জুন থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ২২ জুন পর্যন্ত।
বুধবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১৮ জুন (রবিবার) ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন আইবিএ-জেইউ, কলা ও মানবিক অনুষদ ( নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) অন্তর্ভুক্ত ‘সি ১ ইউনিট’, কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট অন্তর্ভুক্ত ‘সি ইউনিট’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সমাজ বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ অন্তর্ভুক্ত ‘বি ইউনিট’ এবং বিজনেস স্টাডিজ অনুষদ অন্তর্ভুক্ত ‘ই ইউনিট’র পরীক্ষা হবে আগামী ১৯ জুন (সোমবার)।গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদ এবং ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি আওতাভুক্ত ‘এ ইউনিট’র পরীক্ষা হবে আগামী ২০ জুন (মঙ্গলবার)। জীব বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি ইউনিট’র পরীক্ষা হবে আগামী ২১ ও ২২ জুন (বুধবার ও বৃহস্পতিবার)।
এ ছাড়াও, আগামী ২৩, ২৪ এবং ২৫ জুন (শুক্রবার, শনিবার এবং রবিবার) নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা হবে।
উল্লেখ্য, অন্যান্য বছরের মতো এবারও ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।
Discussion about this post