শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। আজ শনিবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ভর্তিচ্ছুরা যে সংক্ষিপ্ত সিলেবাসে উচ্চমাধ্যমিকে পরীক্ষা দিয়েছেন সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা পর্ষদ। তবে প্রথম দিকে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খোঁজখবর নিয়েই সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারুকলা বিভাগের (সি-১ ইউনিট) ব্যবহারিক পরীক্ষা ২৫ ও ২৬ জুনে অনুষ্ঠিত হবে।
Discussion about this post