শিক্ষার আলো ডেস্ক
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ১ম বর্ষ শ্রেণিতে ভর্তির জন্য মূল ভর্তি পরীক্ষা আজ শনিবার (১০ জুন) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
প্রকৌশল বিভাগ সমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এর জন্য মডিউল-এ, প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ এর জন্য মডিউল-বি দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষার পরে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীর উপস্থিতিতে এবার মূল ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। অধিকাংশ হলেই ৯৯ শতাংশেরও বেশী পরীক্ষার্থী উপস্থিত ছিল।
চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ হলো আগামী ২৬ জুন।
Discussion about this post