শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ৬টি ইউনিটে অনুষ্ঠিত হবে।পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৮ -২২ জুন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৩ – ২৫ জুন পর্যন্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে এবার জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট ছাড়া বাকি সব ইউনিটে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ শনিবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের সাথে কথা বলে বিষয়টি জানা যায়।
যদিও বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক বলেছিলেন, ভর্তিচ্ছুরা উচ্চমাধ্যমিকে যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েছেন সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা পর্ষদ। তবে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. নুহু আলম জানান, শুধু জীব বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে এবার পূর্ণাঙ্গ সিলেবাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে তিনি বলেন, এবারের ভর্তি পরীক্ষায় গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ সহ বাকি ইউনিট গুলো সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিলেও জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি ইউনিট’ এর পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসেই নেওয়া হবে।যেহেতু অন্যান্য ইউনিটগুলো থেকে ‘ডি’ ইউনিট’ এর শিফট বেশি। এক্ষেত্রে বেশ কয়েক সেট প্রশ্ন তৈরি করতে হবে। ফলে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিলে প্রশ্নের সাদৃশ্যতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। এছাড়া এবার মেডিকেলেও পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছে। যেহেতু ‘ডি’ ইউনিটে অধিকাংশ মেডিকেলে প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা পরীক্ষা দেয়, সেসব বিবেচনায় এই ইউনিটে এবার পূর্ণাঙ্গ সিলেবাসেই পরীক্ষা নেওয়া হবে।
Discussion about this post