শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রফেশনাল মাস্টার্স ইন গভর্ন্যান্স স্টাডিজ (পিএমজিএস) প্রোগ্রামে দেড় বছর মেয়াদি ১৪তম ব্যাচের প্রথম সেমিস্টারে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহীদের সরাসরি আবেদন করতে হবে।চাকরিরত প্রার্থীদের বিশেষ গুরুত্ব দেয়া হবে। আবেদন গত ০২ মে থেকে শুরু হয়েছে এবং চলবে ২২ জুন ২০২৩ পর্যন্ত। প্রতি শুক্রবার ও শনিবার পিএমজিএসের ক্লাস শুরু হবে।
ভর্তির আবেদন যোগ্যতা:
প্রার্থীর যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে; স্নাতকসহ সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ/সিজিপিএ ২ দশমিক ৫০ থাকতে হবে।
আবেদনপত্র সংগ্রহ প্রক্রিয়া:
আগামী ২২ জুনের মধ্যে (শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত) ভর্তির আবেদনপত্র ও আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করা যাবে। আবেদন ফরমের মূল্য ১ হাজার ৫০০ টাকা। এ সময়ের মধ্যেই আবেদনপত্র জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র :
* পূরণ করা আবেদনপত্র
* তিন (৩) কপি পাসপোর্ট সাইজের ছবি
* সব পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি
ভর্তি পরীক্ষার তারিখ:
আগামী ৭ জুলাই ২০২৩, শুক্রবার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেশনাল মাস্টার ইন গভর্ন্যান্স স্ট্যাডিজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে পরীক্ষা।
যোগাযোগ:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কার্যালয় (কক্ষ নম্বর: ৪১০; রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সামাজিকবিজ্ঞান অনুষদ ভবন, চতুর্থ তলা, ঢাকা বিশ্ববিদ্যালয়)। এখান থেকেই ২২ জুন পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে।
Discussion about this post