শিক্ষার আলো ডেস্ক
প্রথমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন বিভাগ থেকে ২০ জন শিক্ষার্থীকে উচ্চতর ডিগ্রি দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে।
উচ্চতর ডিগ্রির মধ্যে রয়েছে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি), মাস্টার অব ফিলোসফি (এমফিল) ও মাস্টার অব সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং (এমএসএসি ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি।
পিএইচডি ডিগ্রি প্রদানকৃত বিভাগগুলোর মধ্যে রয়েছে- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, পদার্থবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ।
গতকাল শুক্রবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবারের মতো ২০ জন শিক্ষার্থীকে এমএসসি ইঞ্জিনিয়ারিং, এমফিল ও পিএইচডি ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ৬ জন শিক্ষার্থী পিএইচডি, ৯ জন শিক্ষার্থী এমফিল ও ৫ জন শিক্ষার্থী এমএসএসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করছেন।
Discussion about this post