শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অধিভুক্ত ৮টি সরকারি টেক্সটাইল কলেজের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৮ জুলাই এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই সাথে ভর্তি আবেদনের সময়সীমাও বাড়ানো হয়েছে।
গত বৃহস্পতিবার বস্ত্র অধিদপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। আজ রোববার (১৮ জুন) বিজ্ঞপ্তিটি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ৪ জুলাই পর্যন্ত ভর্তি আবেদন করা যাবে। পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হবে ১০ জুলাই থেকে। যা চলবে ১৭ জুলাই বিকাল ৫টা পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ জুলাই। সকাল ১০টা থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বুটেক্স অধিভুক্ত সরকারি ৮টি টেক্সটাইল কলেজে মোট আসন রয়েছে। ৯৬০টি। প্রতিটি কলেজে আসন সংখ্যা ১২০টি। ভর্তি পরীক্ষা এই ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
Discussion about this post