শিক্ষার আলো ডেস্ক
৪০তম বিসিএসে ৪৪৭৮ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার (১৯ জুন) বিকেলে পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে নবম থেকে ১২তম গ্রেডের শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। ৪০তম বিসিএসের নন-ক্যাডারে পদ পেতে যারা আবেদন করেছেন, তাদের পছন্দক্রম প্রদানের জন্য অনলাইনে আবেদনপত্র চেয়েছে পিএসসি।
এতে বলা হয়, পছন্দক্রমের জন্য আগামীকাল ২০ জুন (মঙ্গলবার) থেকে আবেদন শুরু হবে। আবেদনের শেষ সময় ১ জুলাই। প্রার্থীকে নিজের পছন্দক্রম পূরণের আগে বিজ্ঞপ্তির নির্দেশনা ভালোভাবে পড়ার পরামর্শ দিয়েছে পিএসসি। ৪০তম বিসিএসের ক্যাডার পদে সুপারিশের এক বছরের বেশি সময় পর নন-ক্যাডারদের শূন্যপদের তালিকা প্রকাশ করল পিএসসি।
জানা যায়, ২০২১ সালের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন। ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
Discussion about this post