শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের তিন সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট, রুয়েট ও কুয়েট) গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (২১ জুন) রাতে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি সংক্রান্ত সমন্বিত ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা তাদের ভর্তি রোল দিয়ে ওয়েবসাইটে তাদের ফলাফল দেখতে পারবেন।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্ব স্ব ক্যাম্পাসে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ভর্তি পরীক্ষায় গড় উপস্থিতির হার ছিল ৮৩ দশমিক ২১ শতাংশ।
এবারের ভর্তি পরীক্ষায় চুয়েট, কুয়েট ও রুয়েট কেন্দ্রে অংশগ্রহণের জন্য ২৪ হাজার ৯৮০ শিক্ষার্থী মনোনীত হয়েছে। এদের মধ্যে ভর্তি পরীক্ষায় সর্বমোট ৮৩.২১ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে। যার মধ্যে রুয়েট কেন্দ্রে ৮৫.০৫ শতাংশ, কুয়েট কেন্দ্রে ৮৩.৪৩ শতাংশে এবং চুয়েট কেন্দ্রে অংশগ্রহণ করেছে ৮১.১৮ শতাংশ ছাত্র-ছাত্রী।
Discussion about this post