শিক্ষার আলো ডেস্ক
যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন বৃহস্পতিবার (২২ জুন) ১১তম র্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা ২০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুটি বাংলাদেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে!
তালিকায় ১৮৬তম স্থানে অবস্থান করে দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এরপর ১৯২তম স্থান অর্জন করে র্যাঙ্কিংয়ে দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। দেশের প্রথম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটি এবারই প্রথম বারের মতো এ র্যাঙ্কিংয়ে অংশগ্রহণ করে । এবার এশিয়ার ৩১টি দেশের মোট ৬৬৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের র্যাঙ্কিং করে টাইমস হায়ার এডুকেশন।
এ বছর ১৩টি পারফরম্যান্স সূচক বিবেচনায় নিয়ে টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং করা হয়েছে। গত বছরের (২০২২) র্যাঙ্কিংয়ের সঙ্গে তুলনায়, এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নতি হয়েছে। সেইসঙ্গে দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামগ্রিক র্যাঙ্কিংও।
এবারের র্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ে টানা চতুর্থ বারের মতো শীর্ষে আছে চীনের সিংহুয়া এবং পিকিং বিশ্ববিদ্যালয়। সেরা দশের মধ্যে চীনের ৪টি, হংকংয়ের ৩টি, সিঙ্গাপুরের ২টি এবং জাপানের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে।
এছাড়াও এবার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। যা গতবার ছিল মাত্র ৬টি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ছাড়া র্যাঙ্কিংয়ে ৪০১-৫০০ গ্রুপে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।
Discussion about this post