নিজস্ব প্রতিবেদক
দেশের গরীব, অসহায় ও স্বল্প আয়ের মানুষের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপাচার্য দেশের এ মহাদুর্যোগে স্বল্প আয়ের মানুষের কল্যাণে সাহায্য নিয়ে এগিয়ে আসায় সহকারী প্রক্টর রেজাউল করিমকে ধন্যবাদ জানান ও মহাদুর্যোগের এ সময় মনোবল না হারিয়ে সবাইকে সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার চবি সহকারী প্রক্টর ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব রেজাউল করিম এর পক্ষ থেকে চবি’র চতুর্থ শ্রেণির ৫০ জন কর্মচারীর মাঝে ইফতার সামগ্রী এবং অসচ্ছল ২০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে দুই হাজার টাকা করে প্রদান করা হয়।
এ সময় চবি প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহম্মদ, চবি অফিসার সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Discussion about this post