শিক্ষার আলো ডেস্ক
৪১তম বিসিএসের চূড়ান্ত ফল চলতি মাসেই প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সূত্রমতে জানা যায়, ঈদুল আজহার আগে ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হলেও চূড়ান্ত ফলাফল তৈরির কাজ শুরু করা সম্ভব হয়নি। ঈদের ছুটি শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ফলাফল তৈরির কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে জানান, ৪১তম বিসিএসের ফলাফল ঠিক কখন প্রকাশ করা হবে সেটি নির্দিষ্টভাবে বলা মুশকিল। কেননা ফলাফল তৈরির পর কোনো সমস্যা হলে ফলাফল প্রকাশে বিলম্ব হবে। সেজন্য নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে। আশা করছি চলতি মাসেই এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করতে পারবো।
পিএসসি সূত্রে জানা গেছে, ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২১ হাজার ৫৬ জন। এদের মধ্যে ১৩ হাজার প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন।
Discussion about this post