শিক্ষার আলো ডেস্ক
আগামী ২৭ জুলাই ৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসি’র সূত্রমতে জানা যায় , ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল তৈরির কাজ প্রায় শেষ। দুইজন পরীক্ষার্থীর ফল তৈরির কাজ বাকি রয়েছে। আগামীকাল মঙ্গলবার (১১ জুলাই) এটি শেষ হবে। এরপর প্রার্থীদের ক্যাডার চয়েজ মেলানো হবে। একই সাথে ফলাফল পুনঃনিরীক্ষার কাজও চলমান থাকবে। এই কাজের জন্য ১৫ দিন সময় নির্ধারণ করা হয়েছে। ২৫ অথবা ২৬ জুলাই এই কাজ শেষ করার পরিকল্পনা করা হয়েছে। আর ফল প্রকাশ করা হবে ২৭ জুলাই।
এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, আমরা জুলাই মাসের মধ্যেই ৪১তম বিসিএসের ফল প্রকাশ করতে চাই। সেভাবেই সংশ্লিষ্ট শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি জুলাইয়ের শেষ দিকে ফল প্রকাশ করতে পারবো।
৪১তম বিসিএস বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে বেশি নিয়োগ দেয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষাতে প্রভাষক ৯০৫ জন, কারিগরি শিক্ষা বিভাগে প্রভাষক ১০ জন।
Discussion about this post