শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ক্লাস শুরু হতে পারে আগামী ২৩ জুলাই। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল আজ মঙ্গলবার (১১ জুলাই) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এমবিবিএসের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা একটি দিন ঠিক করেছি। সম্ভাব্য তারিখটি হলো আগামী ২৩ জুলাই।’
প্রসঙ্গত, ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়। গত ১২ মার্চ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দেশের ৩৭টি সরকারি মেডিকেলে ৪ হাজার ৩৫০ আসনে ভর্তি হন শিক্ষার্থীরা। আর ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়েছে ৬ হাজার ১৬৮ জন।
Discussion about this post