শিক্ষার আলো ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান।
মঙ্গলবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) এ বি এম আজিজুর রহমানের সই করা এক সংশোধিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
গত ২৫ জুনের স্মারক সংখ্যা: রেজি/প্রশাসন-২/১০৩৪০ সংখ্যক অফিস আদেশের সংশোধনপূর্বক এ অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ৫ জুলাই শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয় অ্যাক্টের ১২(৬) ধারা বলে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোঃ আবু হাসানকে ৬ জুলাই পূর্বাহ্ন থেকে ছয় মাসের জন্য ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হলো। দায়িত্বে থাকাকালীন তিনি প্রচলিত নিয়মে দায়িত্ব ভাতা ও অফিস প্রধানের অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।
উল্লেখ্য,আবু হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগে টাঙ্গাইলের একটি কলেজে শিক্ষকতা করেন। তিনি ২০০০ সালের ২০ ডিসেম্বর সহকারী রেজিস্ট্রার হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনে যোগ দেন। ২০০৯ সালের জানুয়ারিতে তিনি ডেপুটি রেজিস্ট্রার পদে পদোন্নতি পান।এছাড়াও এস্টেট শাখা, টিচিং শাখা ও কাউন্সিল শাখার দায়িত্ব পালন করেছেন এই কর্মকর্তা।
Discussion about this post