শিক্ষার আলো ডেস্ক
বন্যার সময়ে বন্যা কবলিত এলাকাগুলোর সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্রের জন্য সার্বক্ষণিক উন্মুক্ত রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। দেশের কোনও কোনও স্থানে বন্যা দেখা দেওয়ায় আগাম এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের গত ৭ জুলাই সই করা নির্দেশনাটি বৃহস্পতিবার (১৩ জুলাই) প্রকাশিত হয়।
অধিদফতরের নির্দেশনায় বলা হয়, সম্প্রতি দেশের কোনও কোনও স্থানে বন্যা দেখা দিয়েছে। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে অধিদফতরের আওতাধীন বন্যা কবলিত এলাকার সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সব আঞ্চলিক পরিচালক, সব কলেজের অধ্যক্ষ, সব জেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
নির্দেশনাগুলো নিচে দেয়া হলো :
১) বন্যা কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো সার্বক্ষণিক খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা নিতে হবে।
২) সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
৩) পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য প্রতিটি জেলা, উপজেলা/থানায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলার ব্যবস্থা করতে হবে এবং সার্বিক অবস্থা এ অধিদফতরের পরিচালককে (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) অবহিত করতে হবে।
৪) শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা প্রতিষ্ঠানের আসবাসপত্র ও কম্পিউটার নিরাপদে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
Discussion about this post