শিক্ষার আলো ডেস্ক
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ বিলম্ব ফি ছাড়া করা যাবে ১৮ জুলাই পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে ফি দেওয়ার সময় ১৯ জুলাই পর্যন্ত পুনঃনির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
রোববার (১৬ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের সই করা অফিস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, বিলম্ব ফিসহ শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ২০ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। ‘সোনালী সেবার মাধ্যমে ফি দেওয়ার সময় ২৬ জুলাই পর্যন্ত পুনর্র্নিধারণ করা হলো।
গত ৯ জুলাই থেকে শুরু হয় ফরম পূরণ। আজ রোববার ছিল অনলাইনে ফরম পূরণের শেষ দিন। আগামী ১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।
Discussion about this post