শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথমবর্ষের ভর্তিতে নিশ্চায়নের জন্য সময় বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে স্বয়ংক্রিয় অভিপ্রায়ণ (মাইগ্রেশন) এবং অপেক্ষমাণ তালিকা থেকে দেশি শিক্ষার্থীরা আগামী ২৬ জুলাই পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ভর্তি হতে পারবেন।
এর আগে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শিক্ষার্থীদের ২২ তারিখের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে।
বর্তমানে দেশের বেসরকারি মেডিকেল কলেজে সমূহে ৬৫০টি আসন ফাঁকা রয়েছে। এই আসনগুলোতে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি করা হবে বলে জানানো হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে।
Discussion about this post