শিক্ষার আলো ডেস্ক
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ক্লাস শুরুর তারিখ পেছানো হয়েছে। আগামীকাল রোববার (২৩ জুলাই) উদ্বোধনী ক্লাস হওয়ার কথা থাকলেও সেটি হবে সোমবার (২৪ জুলাই)।
সম্প্রতি জানা যায়, বেসরকারি মেডিকেল কলেজে বেশ কিছু আসন খালি ছিল। ওই আসনগুলোতে ভর্তির জন্য গত সপ্তাহে শিক্ষার্থীদের এসএমএস পাঠানো হয়। গতকাল শুক্রবার এবং আজ শনিবার ব্যাংক বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী ভর্তির টাকা পরিশোধ করতে পারেননি। এজন্য উদ্বোধনী ক্লাসের তারিখ পেছানো হয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল গণমাধ্যমে বলেন, বেসরকারি মেডিকেল কলেজে অনেক শিক্ষার্থী ভর্তির জন্য টাকা জমা দিতে পারেননি। এর মূল কারণ ব্যাংক বন্ধ থাকা। সেজন্য মেডিকেলের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাসের সময় একদিন পিছিয়ে আগামীকাল রবিবারের পরিবর্তে আগামী সোমবার (২৪ জুলাই) নির্ধারণ করা হয়েছে। আমরা বিষয়টি মৌখিকভাবে সকলকে জানিয়ে দিয়েছি।
Discussion about this post