শিক্ষার আলো ডেস্ক
চলতি বছর অর্থাৎ ২০২২-২৩ শিক্ষাবর্ষে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে প্রায় ৫০০ শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজিজুল হক কলেজ থেকে এই বছর বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন প্রায় ৬০ জন। সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন ২০০ এর অধিক শিক্ষার্থী। আর ঢাবিতে ২৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।
এ বিষয়ে আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহজাহান আলী গণমাধ্যমকে বলেন, প্রতি বছরই আমাদের কলেজ থেকে অসংখ্য শিক্ষার্থী দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পেয়ে থাকে। তবে কতজন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন তার সঠিক সংখ্যা বের করা যায় না। আমরা চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তার একটা ধারণা পেয়ে থাকি। আমাদের কলেজের শিক্ষার্থীদের পুরো সিলেবাস আমরা একবারে পড়াই না। পুরো সিলেবাসকে কয়েকটি ভাগে ভাগ করে সেগুলো তাদেরকে পড়াই। এতে করে শিক্ষার্থীরা প্রতিটি বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান আহরণ করতে পারে। প্রতি সপ্তাহে তাদের দুটি করে ক্লাস টেস্ট হয়। এই পরীক্ষাগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের তৈরি করে নেয়। ফলে ভর্তি পরীক্ষার সময় তাদের খুব একটা সমস্যা হয় না।
Discussion about this post