শিক্ষার আলো ডেস্ক
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (স্নাতক) পাস পরীক্ষার সময়সূচী পরিবর্তন করা হয়েছে। আজ রবিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ১০ মহররম (আশুরা) উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২১ এর ২৯ জুলাই এর পরীক্ষা আগামী ৩ আগষ্ট অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় দুপুর ২ থেকে বিকেল ৫টা পর্যন্ত। এছাড়া বাকী সব পরীক্ষা নির্ধারিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২৯ জুলাই ফাজিল (স্নাতক) পাস ১ম বর্ষ এবং ৩য় বর্ষের পরীক্ষা হওয়ার কথা ছিল।
Discussion about this post