শিক্ষার আলো ডেস্ক
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হবে আগামী ১০ আগস্ট থেকে । এবার ভর্তি ফি সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। একাদশ শ্রেণিতে মোট আসন রয়েছে প্রায় ২৫ লাখ। সে হিসেবে ৮ লাখের মতো আসন ফাঁকাই থাকছে।
এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো আসন সংকট হবে না। যত শিক্ষার্থী পাস করেছে তার চেয়ে আসন অনেক বেশি আছে।
তিনি আরও জানান, আগামী ১০ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরুর পরিকল্পনা করা হয়েছে। এবারও আবেদন ফি সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকা রাখা হবে।
Discussion about this post