শিক্ষার আলো ডেস্ক
গত শুক্রবার (২৮ জুলাই) ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারেও পরীক্ষায় কেউ কাঙ্ক্ষিত ফল না পেলে তা পুনঃর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এ কার্যক্রম শুরু হয়েছে ২৯ জুলাই থেকে যা চলবে আজ শুক্রবার ( ৪ আগস্ট ) পর্যন্ত।
যেভাবে আবেদন করা যাবে-
শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনঃর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করতে হবে 16222 নম্বরে।
ফল পুনঃর্নিরীক্ষণে ক্ষেত্রে একই এসএমএস-এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সে ক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয় কোড আলাদা লিখতে হবে। যেমন ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য টেলিটক প্রি-পেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবে RSC <Space> Dha <Space> Roll Number <Space) 101, 102, 107, 108। ফল পুনর্নিরীক্ষণে প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে।
Discussion about this post