নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ সংগ্রাম আন্দোলনের পর এমপিওভূক্ত হওয়ার ঘোষণা যেন অমাবস্যার চাঁদ হাতে পাওয়া।তাই করোনার মহামারির মধ্যেও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা প্রকাশ ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের ঈদের আগের বেতন-ভাতা দেয়ার উদ্যোগসহ শিক্ষা বিষয়ক নানা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করায় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বিপিসি)-এর নেতৃবৃন্দ।
রোববার (৩ মে) সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, মহামারিকালে সবকিছু বন্ধ। কিন্তু এর মধ্যেও সারাদেশের কোটি কোটি শিক্ষার্থীর শিক্ষার ক্ষতি যথাসম্ভব পুষিয়ে দিতে সচেষ্ট শিক্ষা মন্ত্রণালয়। সংসদ, অনলাইন, ফেসবুক ও ইউটিউবে পাঠদান চালু ও রেডিওর মাধ্যমেও শিক্ষাদানের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
দীর্ঘদিন ঝুলে থাকা নতুন তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ননএমপিও শিক্ষকদের ঈদের আগেই বেতন দেয়ার উদ্যোগ গ্রহণ ও সরকারিকৃত স্কুলের শত শত শিক্ষকের বকেয়া বেতন দেয়ার আদেশ জারি এবং সরকারিকৃত কলেজের ননএমপিও শিক্ষকদের ঈদের আগেই সুখবর দেয়ার উদ্যোগ গ্রহণ শিক্ষক ও শিক্ষার প্রতি শিক্ষামন্ত্রীর আন্তরিকতার বহি:প্রকাশ। এসব সময়উপযোগী পদক্ষেপ গ্রহণ করায় গোটা শিক্ষক সমাজের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। একইসাথে শিক্ষা উপমন্ত্রী ও শিক্ষা বিভাগের দুই সচিবের প্রতিও কৃতজ্ঞতা।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হান্নান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুনুর রশীদ পাঠান এবং কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেন, মহাসম্পাদক ড. এ কে এম আবদুল্লাহ ও সংগঠনের নেতা অধ্যাপক সৈয়দ মুহাম্মদ ইউসুফ সুমন প্রমুখ।
তারা বলেন, জাতির এই সংকটকালে নতুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দুর্দশার কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে এমপিও কার্যকর করার উদ্যোগ নেয়ায় হাজার হাজার শিক্ষক পরিবারের মুখে হাসি ফুটলো।
নেতারা নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদেরও অভিনন্দন জানান।
Discussion about this post