শিক্ষার আলো ডেস্ক
আজ রবিবার (৬ আগষ্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সাথে সৌজন্য সাক্ষাত করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সফররত দুইজন ডাচ চিকিৎসা মনোবিজ্ঞানী। তাঁরা হলেন- লিডা ভ্যান রিন ও লিন্ডার ভ্যান রিন।
এসময় তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ডাচ বিশ্ববিদ্যালয়সমূহে চিকিৎসা মনোবিজ্ঞান বিষয়ে শিক্ষা ও গবেষণা এবং আগামীতে সংশ্লিষ্ট ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেন। এসময় উপাচার্য তাঁদের স্মারক স্মৃতিচিহ্ন উপহার দেন।
সাক্ষাতকালে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার চিকিৎসা মনোবিজ্ঞানীদ্বয় রাবি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে মাদকাসক্তিদের চিকিৎসা এবং বুদ্ধিবৃত্তিক অক্ষমতার চিকিৎসা বিষয়ে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন। তাঁরা আগামীতেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও পাঠদানের ইচ্ছা ব্যক্ত করেন।
Discussion about this post