শিক্ষার আলো ডেস্ক
গত ২৮ জুলাই (শুক্রবার) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ফলাফলে অসন্তুষ্ট ঢাকা শিক্ষা বোর্ডের ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। আগামী ২৮ আগস্ট এই খাতা চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করা হবে।
আজ রবিবার (৬ আগস্ট ) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল ইসলাম।
জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী ১ লাখ ৯১ হাজার ২০১টি খাতার ফলাফল পরিবর্তনে আবেদন করেছেন।
Discussion about this post