শিক্ষার আলো ডেস্ক
মৌসুমী আবহাওয়া এবং কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও ভূমি ধ্বসের আশংকা রয়েছে এমন চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়গুলো পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৮ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি এন্ড অপারেশন) নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমী বৈরি আবহাওয়া ও প্রবল বৃষ্টির কারণে যে সকল বিদ্যালয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সে সকল বিদ্যালয়ের শ্রেণি পাঠ কার্যক্রম বন্ধ থাকবে। একই সাথে ভূমি ধ্বসের আশংকা রয়েছে এমন বিদ্যালয়ও বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তি নিচে দেয়া হলো-
Discussion about this post