শিক্ষার আলো ডেস্ক
১৫ই আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বরন দিবসে ইন্সটিটিউট অফ গ্লোবাল মেনেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম (IGMIS) এর বিবিএ শিক্ষার্থীরা আলচোনা সভা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মশালার আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী চট্টগ্রাম মহানগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ আতাউর রহমান, উপ-পরিচালক জাতিতাত্ত্বিক জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চট্টগ্রাম। শিক্ষক মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন পুষ্প কান্তি বড়ুয়া এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ বজলুর রহমান,সহযোগী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যক্ষ এস এম জাকির হোসাইন ।
আলোচনা সভার শুরুতে ১৫ আগস্ট ১৯৭৫ এ বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারবর্গের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। বক্তব্যে বক্তারা বলেন, যার জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না, যার ডাকে প্রশিক্ষিত হানাদারদের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল বাংলার মানুষ, নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা, তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে মুক্তির এ মহানায়ককে আমরা হারিয়েছি।
দীর্ঘকালের বিদেশি বেনিয়াদের শাসন-শোষণ থেকে মুক্ত হয়ে জাতীয় জীবনের অগ্রযাত্রা শুরু হয়েছিল যখন, তখনই বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করল ঘাতকরা। যে স্বপ্ন-চেতনায় স্বাধীন হলো বাংলাদেশ তা অবদমিত হয়ে গেল। কিন্তু ইতিহাস নীরবে-নিভৃতে আপন পথ পরিক্রমায় বহমান, ইতোমধ্যেই ঘাতক খুনিদের বিচার হয়েছে, জাতি আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সর্বক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। এখন দায়িত্ব হলো জাতির পিতারই সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে একযোগে কাজ করা।
অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র স্বাধীনতার রূপকারই ছিলেন না, বরং তাঁর সুনিপুণ নেতৃত্বে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে একটা যুদ্ধবিধ্বস্ত দেশের নানাবিধ সমস্যার সমাধান করেছেন। তিনি বর্তমান তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবনাদর্শ সম্পর্কে জেনে এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে বলেন। এছাড়া তিনি জাতির পিতার প্রদর্শিত পথ অনুসরণ করে বিশ্ব অঙ্গনে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান প্রজন্মকে আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনায ছিলেন, বিবিএ ৫ম সেমিস্টারের শিক্ষার্থী মোঃ ইরামুল আহমেদ।
Discussion about this post