শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরকে অতিরিক্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চেয়ারম্যানের অবর্তমানে সদস্যের মধ্যে সবচেয়ে সিনিয়রকে চেয়ারম্যানের রুটিন দায়িত্ব দেওয়া হয়। কিন্তু প্রফেসর দিল আফরোজের চাকরি প্রায় শেষ পর্যায়ে। চলতি মাসেই তার অবসরে যাওয়ার কথা। সে হিসেবে প্রফেসর আলমগীর জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রথমে আছেন।
গত ২৫ মে ইউজিজির চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ্। প্রথম মেয়াদ শেষের দিনেই তাকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হয়। এছাড়া গত ৫ জুন সদস্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পান প্রফেসর মো. আলমগীর ও প্রফেসর সাজ্জাদ হোসনে।
Discussion about this post