শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩ দিনব্যাপী আঞ্চলিক মডেল জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে অংশ নিতে উত্তরবঙ্গের ২০টি প্রতিষ্ঠানের প্রায় ১৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরে বিভিন্ন ক্যাটাগরিতে ১৬ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ আজম শান্তনু, রাজশাহীতে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার, ক্লাবটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইমরান হোসেন।
উত্তরবঙ্গ ছায়া জাতিসংঘ সম্মেলনের সেক্রেটারি জেনারেল মুজাহিদ তালুকদার বলেন, উত্তরবঙ্গ জাতিসংঘ সম্মেলন শিক্ষার্থীদের ২১ শতকের বিভিন্ন চ্যালেঞ্জ ও দক্ষতা প্রদান করবে যা তাদের পেশাগত জীবনেও অনেক বেশি কাজে লাগবে। বৈশ্বিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আমাদের প্রতিদিন বিশ্বের বিভিন্ন তথ্য জানতে হয়, যা আমরা ছায়া জাতিসংঘ সম্মেলনে অংশ গ্রহণের মাধ্যমে সহজে জানতে ও শিখতে পারি।
Discussion about this post