শিক্ষার আলো ডেস্ক
আজ সোমবার (২৮ আগষ্ট) ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের পর ফলাফল পরিবর্তন হয়েছে এক হাজার ৮০ পরীক্ষার্থীর। যাদের মধ্যে আগে ফেল আসলেও পুনর্মূল্যায়নের পর পাস করেছেন ১৩০ জন।
এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ জানান, এবছর ২৬ হাজার ৬২২ জন শিক্ষার্থী ৭১ হাজার ১০৮টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। যাদের মধ্যে এক হাজার ৮০ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। আর গ্রেড পরিবর্তন হয়ে নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরও ১৬২ হন।
চট্টগ্রাম বোর্ডের তথ্যানুসারে, আবেদনকারীদের মধ্যে ৩৫৯ জনের গ্রেড পয়েন্ট বাড়লেও মোট সিজিপিএ বাড়েনি। আর অকৃতকার্য ৩০৫ জনের পরীক্ষার নম্বরও বেড়েছে।
Discussion about this post