শিক্ষার আলো ডেস্ক
নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটের এবং ‘বি’ ও ‘সি’ ইউনিটের নবীনবরণ কেন্দ্রীয় মিলনায়তনে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. স্বপন কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় শাবিপ্রবিতে যারা ভর্তি হয়েছ তারা সত্যিই ভাগ্যবান বলে আমি মনে করি। এ বিশ্ববিদ্যালয় সুশাসন, শিক্ষা ও গবেষণায় অন্যতম পথিকৃৎ। আমরা এরই মধ্যে র্যাগিং মুক্ত, মাদক ও সেশনজটমুক্ত বিশ্ববিদ্যালয় গঠনে কার্যকরী পদক্ষেপ নিয়েছি। শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় গঠনে শিক্ষার্থীদের সব সমস্যা সমাধানে প্রশাসন সদা তৎপর থাকবে এখানে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, তোমরা নবীনরা হলো ফুলের কলির মত। যখন মেধার স্বাক্ষর রেখে পড়াশোনা সম্পন্ন করে কর্মক্ষেত্রে প্রবেশ করবে তখন হবে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য সুভাষে ফোটা এক ফুল। তোমাদের মেধার বিকাশের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের উদ্যোগ এরই মধ্যে গ্রহণ করেছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রেজিস্টার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।
এ সময় বিভিন্ন দফতর প্রধান, বিভাগীয় প্রধান ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post