শিক্ষার আলো ডেস্ক
গত ৩১ আগস্ট ২০২৩ ইং. বৃহস্পতিবার নগরীর অন্যতম খ্যাতিমান বিদ্যালয় চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়ে গেলো “৬ষ্ঠ গণিত অলিম্পিয়াড ২০২৩”।
এই গণিত অলিম্পিয়াড দুইটি পর্বে অনুষ্ঠিত হয়।১ম পর্বে তিন বিভাগে তৃতীয় থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জমজমাট “Math MCQ Test”।প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের MCQ Answer Sheet মূল্যায়ন করা হয়।
গণিত অলিম্পিয়াড ২০২৩,বাস্তবায়ন কমিটি ও Answer Sheet মূল্যায়নে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ ছিলেন
এহসান মোহাম্মদ ফরহাদ ( আহবায়ক), মিসেস জিন্নাত আরা ডলি (সদস্য), হাবিদ উল্লাহ ( সদস্য)।
গণিত অলিম্পিয়াড ২০২৩ এ বিজয়ীরা হলো ক-বিভাগ : ১ম পুরস্কার – মো: আবিদ আল রশিদ,(৫ম শ্রেণি), ২য় পুরস্কার -ফারজিন চৌধুরী(৪র্থ শ্রেণি),৩য় পুরস্কার-শাহেদুল আলম (৫ম শ্রেণি),খ-বিভাগ: ১ম পুরস্কার -মুনতাসির মাহমুদ চৌধুরী(৭ম শ্রেণি), ২য় পুরস্কার- শামীম রাইয়ন তামিম(৮ম শ্রেণি), ৩য় পুরস্কার- তানজিম -ই-ইলাহী(৬ষ্ঠ শ্রেণি),গ-বিভাগ:১ম পুরস্কার – তৌহিদুল ইসলাম তৌহিদ(১০ম শ্রেণি),২য় পুরস্কার- আবরার তাহের বাইজিদ(১০ ম শ্রেণি),৩য় পুরস্কার-মোহাম্মদ ইরফানুল করিম(৯ম শ্রেণি)।
অধ্যক্ষ হাবিব রহমত উল্লাহর সভাপতিত্বে স্কুল হল রুমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিমা ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি গোলাম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ সিকান্দার মেহেদী। ।এছাড়া স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থ ীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, গণিত হলো শিক্ষাক্রমের মৌলিক বিষয়। তাই শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং এই বিষয়ে ভালো ফলাফল অর্জন ও বেসিক ধারণা উন্নতকরণের জন্য এই ধরণের সৃজনশীল আয়োজন অগ্রণী ভুমিকা পালন করবে। সভাপতির বক্তব্য শেষে বিজয়ীদের ক্রেস্ট প্রদানের মধ্যে দিয়ে গণিত অলিম্পিয়াড ২০২৩ এর কার্যক্রম শেষ হয়।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক এহসান মোহাম্মদ ফরহাদ।
Discussion about this post