শিক্ষার আলো ডেস্ক
আগামী নভেম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন-২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাষ্ট্রপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন এ সমাবর্তনে সভাপতিত্ব করবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে আজ সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অনুষ্ঠেয় সমাবর্তনে ২০১৭ ও ২০১৮ সালের স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এমফিল, এমডি ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা অংশগ্রহণ করতে পারবেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত www.ru.ac.bd এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ(৫) হাজার টাকা।
আর এতে অংশ নেওয়ার পর অংশগ্রহণকারীদের সমাবর্তন কস্টিউম ফেরত দিতে হবে না বলেও জানান রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার।
Discussion about this post